চুয়ি ব্র্যান্ডের নতুন ল্যাপটপ বাজারে

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ মার্চ ২০২১, ১৫:২৫ | প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৪:৫৩

শিক্ষার্থী এবং অফিসিয়াল কাজের কথা মাথায় রেখে বিশ্বখ্যাত চুয়ি ব্র্যান্ডের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ দেশে এনেছে প্রযুক্তি পণ্যের পরিবেশক সুরভি এন্টারপ্রাইজ।

জেনুইন উইন্ডোজ ১০ সমৃদ্ধ চুয়ি ‘হিরোবুক প্রো’ নামের এ ল্যাপটপে রয়েছে ২.৬ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ৪ র‌্যাম ।

৩২০০ * ১৮০০ পিক্সেল রেজ্যুলেশনের ল্যাটপটির ডিসপ্লে ১৩.৩ ইঞ্চি ।

১.৬৭ কেজি ওজনের ডিভাইসটি একবার চার্জ দিলে ৬ থেকে ৯ ঘণ্টা টানা চালানো যাবে।

ল্যাপটপটিতে সুরভি এন্টারপ্রাইজ দিচ্ছে এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি।

১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজে দুটি সংস্করণে পাওয়া যাবে হিরোবুক প্রো।

স্বল্প দামের এ ল্যাপটপটিতে গতিময় অভিজ্ঞতা দিতে ২৫৬ জিবি সংস্করণে রয়েছে ১২৮ জিবি ইএমএমসি মেমোরি এবং ১২৮ জিবি এসএসডি মেমোরি সুবিধা যা এক টেরাইবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

এছাড়া ১২৮ জিবি সংস্করণে পুরোটাই ইএমএমসি স্টোরেজ ব্যবহৃত হয়েছে। হিরোবুক প্রোর ১২৮ জিবি সংস্করণের দাম ২৬ হাজার ৫০০ টাকা। কিস্তিতেও কেনা যাবে। দারাজসহ দেশের শীর্ষ কয়েকটি ই-কমার্স প্লাটফর্মের পাশাপাশি কম্পিউটটার পণ্যের দোকানে দেশজুড়ে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৮মার্চ/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :