সূচকের উত্থানে শেষ হলো লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৫:৩৫

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের উভয় পুঁজিবাজারে কমেছে লেনদেন। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭২১ কোটি ৫১ লাখ সাত হাজার টাকা। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টি ও অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

রবিবার দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা, যা আগের দিনের তুলনায় ২৪ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৮টি কোম্পানির। দর কমেছে ৭৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৬০৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৬৮ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৮০৯ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৫৫৬ পয়েন্টে। সিএসই-৫০ সূচক পাঁচপয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। সিএসআই সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬ পয়েন্টে।

(ঢাকাটাইমস/৮মার্চ/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঢাবির কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক কামরুল, সম্পাদক আফতাব আলী

বিডিবিএল-সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

প্রিমিয়ার ব্যাংকের প্রথম প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

তিন উৎসবে রঙিন এনআরবিসি ব্যাংক

নারীর অধিকার আদায়ে ইসলামী ব্যাংকের মুদারাবা মোহর সঞ্চয়ী হিসাব

রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা

ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে পাকিস্তানি আলফালাহ ব্যাংক

এনসিসি ব্যাংক এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মধ্যে চুক্তি

এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হলেন মইদুল ইসলাম

ডিএমডি হলেন অগ্রণী ব্যাংকের শামিম উদ্দিন আহমেদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :