দক্ষিণ অঞ্চল ওলামা ঐক্যের সভাপতি আবদুল গাফফার, সম্পাদক মাহমুদুল হাসান

প্রকাশ | ০৮ মার্চ ২০২১, ১৭:০৪ | আপডেট: ০৮ মার্চ ২০২১, ১৭:০৬

ঢাকাটাইমস ডেস্ক
সভাপতি আবদুল গাফফার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (ফাইল ছবি)

দক্ষিণাঞ্চলের আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম ‘দক্ষিণ অঞ্চল ওলামা ঐক্য পরিষদ’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গালুয়া দরবারের মাওলানা আবদুল গাফফার খান (পীরে কামেল গালুয়া)। আর সাধারণ সম্পাদক হয়েছেন ধাওয়া আজিজিয়া কওমি মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান।

গত ৪ মার্চ শত বছরের ঐতিহ্যবাহী গালুয়া এমদাদুল উলুম আশ্রাফিয়া মাদ্রাসায় আলেম উলামাদের এক আলোচনা সভার সিদ্ধান্তক্রমে বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা উবাইদুর রহমান মাহবুব ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। এছাড়া ৩১ সদস্যের উপদেষ্টা কমিটি করা হয়েছে। আগামী ১৪ মার্চ নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

দক্ষিণাঞ্চলের আলেমদের নিয়ে সম্মিলিতভাবে বিভিন্ন দীনি ও সামাজিক কর্মকাণ্ড আঞ্জাম দেয়ার লক্ষে গঠিত হয়েছে দক্ষিণ অঞ্চল ওলামা ঐক্য পরিষদ। এর অস্থায়ী কার্যালয় ধাওয়া আজিজিয়া কওমি মাদ্রাসায়, (ভান্ডারিয়া, পিরোজপুর)।

সহসভাপতি মাওলানা মুফতি হেদায়াতুল্লাহ আনছারী, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার আহসানুল্লাহ খান সবুজ, মাওলানা মুহা. মানসুর আহমদ, মুফতি আইউব আলী, মুফতি ফয়জুল্লাহ কাছেমী, মুফতি মুহা. ইলিয়াছ।

যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন, মাওলানা মুহা. আল আমীন দোহারী। সহসাধারণ সম্পাদক মাওলানা মুহা. মুছা বিন কাছেম, মুফতি আবু হানিফ। সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহিম। সহসাংগঠনিক সম্পাদক মুহা. সাইফুল ইসলাম; প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহা. জালাল উদ্দিন, সহপ্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহা. হেদায়াতুল্লাহ ফয়েজী।

অর্থ সম্পাদক মুফতি নুরুল আমিন, শরিয়া বিষয়ক সম্পাদক মুফতী আলি আকবর সাইফি, আইন বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি আতিকুল্লাহ। আমরুবিল মারুফ নাহি আনিল মুনকার বিষয়ক সম্পাদক, মাওলানা কারী মুহাম্মদ তাওহীদুল ইসলাম, মসজিদ বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. আল আমিন, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি সাইদ আহমদ, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. আমিনুল ইসলাম নেছারী, মহিলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাঠালিয়া, খানকা বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সমাজ ও ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা মুফতি আবু সাইদ, এবতেদায়ি ও মক্তব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. হানজালা, নলসিটি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি সাইদ আহমদ নোমানী, সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বাইজিদ আহমাদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মুহা. মুনিরুল ইসলাম, প্রচার বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি মুসাইব, সহপ্রচার বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি তাজুল ইসলাম।

ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা জাকারিয়া আদনান, সহ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ, ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. আবদুল খালেক, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মিডিয়া বিষয়ক সম্পাদক মোহা. আমিনুল ইসলাম, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা মুহা. আমির হোসেন।

সদস্যরা হলেন মাওলানা মুহা. আমির হোসেন, মাওলানা মুহা. খলিলুর রহমান,কাউখালি, মাওলানা মুহা. ওমর ফারুক,কাউখালি, মাওলানা মুহা. শফিকুল ইসলাম, মাওলানা মুহা. রেজাউল করীম, মাওলানা মুহা. মিজান, মাওলানা মুহা. আসলাম, মাওলানা মুহা. রেদওয়ানুল্লাহ ও মাওলানা মুহা. মুহিবুল্লাহ।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: আল্লামা ওবাইদুর রহমান (মাহবুব), আল্লামা ঈসমাইল বরিশালি, আল্লামা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মুহা. আবদুল হালিম, মাওলানা মুহা. মাওলানা নুরুল ইসলাম গালুয়া, আব্দুছ ছত্তার (শাহ সাহেব হুজুর), , মাওলানা আবদুল কাদের চরমোনাই, মাওলানা খলিলুল রহমান (নেছারাবাদি হুজুর), মাওলানা আবদুর রহীম গালুয়া, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, মাওলানা মুহা. শাহ জালাল, মাওলানা মুহা. শামসুল হক বালিপাড়া , মাওলানা মুহা. ঈসা, মাওলানা মুহা. আবুল কাসেম, মাওলানা ইসমাইল নিজ ভান্ডারিয়া, মাওলানা মুহা. জুনায়েদ গুলজার, মুফতী আবদুল জলিল, মাওলানা আছাদুজ্জামান রাজাপুরী, মাওলানা আলী আকবর বাদুরা, কারী বেলায়েত হোসেন, মাওলানা ছিদ্দিকুর রহমান তালগাছিয়া, মাওলানা আব্দুজ জব্বার, মাওলানা নেছার উদ্দিন ইকরি, মুফতি জাকারিয়া, মাওলানা নুরুল আলম আদিব সাব, মাওলানা আবদুল জলিল, মাওলানা আমির।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি)