কিউইদের কাবু করার কৌশল জানেন মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ১৯:০৪

দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ব্যাটে-বলে কিউই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সে জিতেই চলেছে একের পর এক ম্যাচ। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া বধের পর কেইন উইলিয়ামসনদের চোখ এখন বাংলাদেশের দিকে। তবে আসন্ন সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইদের কাবু করার কৌশল জানেন তিনি।

ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ জানিয়েছেন, তিনি নিউজিল্যান্ডের শক্তিমত্তা মাথায় রাখতে চান না। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আক্রমণাত্মক ক্রিকেট খেলার মন-মানসিকতা থাকলে ইনশা আল্লাহ ভালো করব।’

প্রতিপক্ষের শক্তিমত্তার কথা ভেবে কাবু না হয়ে নিজেদের খেলায় মন দেয়ার কথা বলে তিনি জানান, ‘ওরা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই কথা মাথায় না রেখে যদি নিজেদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোতে মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি, আগ্রাসী ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে আমরা ভালো করব।’

এবারও সীমিত ওভারের দুই সংস্করণেই ফিনিশিংয়ের জন্য মাহমুউল্লাহ রিয়াদের দিকে তাকিয়ে থাকবে দল। সেই দায়িত্ব তিনি যথেষ্টই অনুভব করতে পারছেন। নিজের মতো করে আঁকছেন সফল হওয়ার ছবি। তিনি আরো বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি যত তাড়াতাড়ি সম্ভব উইকেট বোঝার চেষ্টা করি। উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ, এসব উইকেটে বরাবরই বাউন্স থাকে। বাউন্স আর গতি কেমন থাকে, সেটা বুঝে উইকেটে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়া খুব গুরুত্বপূর্ণ।’

উল্লেখ্য, ২০ মার্চ তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথ।

(ঢাকাটাইমস/০৮মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :