নিবন্ধন ৫১ লাখ ৩৬ হাজার, টিকা গ্রহীতা ৩৯ লাখ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০২১, ২০:২৫

দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন। এর মধ্যে টিকা নিয়েছেন ৩৯ লাখ ছয় হাজার ৫০০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।

সর্বমোট টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ১০ হাজার ৫৬৯ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে আট লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে চার লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে তিন লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ আট হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। গত এক মাস ধরে দেশে প্রথম ডোজের প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/০৮মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :