কলকাতায় রেলের ভবনে আগুন, নিহত ৯

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০৮:১৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

কলকাতার ইডেন গার্ডেনের কাছে রেলের নিউ কয়লাঘাট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনন্দবাজারের।

জানা যায়, রাত সাতটার দিকে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম সংলগ্ন স্ট্যান্ড রোডের একটি বহুতল ভবন ১৩ তলায় আগুন লাগে। ভবনটি ভারতীয় রেলের পূর্বাঞ্চলীয় দপ্তর। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানান, মৃতদের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থসারথি মণ্ডল, দমকলের চার কর্মী, পুলিশের এক অফিসার এবং আরপিএফ-এর এক জন রয়েছেন। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এসএসকেএম হাসপাতালে নয়টি মরদেহ পৌছার খবর পাওয়া যায়। হাসপাতালে মৃতদের কয়েকজনের পরিবারের লোকজন এসেও পৌঁছান।

রেলের ডেপুটি সিসিএম পার্থসারথি মণ্ডলের দেহ শনাক্ত করেন তাঁর মেয়ে ও জামাই। পার্থর গাড়িচালক সোমনাথ চক্রবর্তী বলেন, ‘স্যার প্রতিদিনই সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ নিচে নেমে আসতেন। রাতে আগুন লাগার কিছুক্ষণ পর থেকেই স্যারকে ফোন করতে শুরু করি। কিন্তু ফোনে পাইনি।’ পুলিশ আধিকারিক অমিত ভাওয়ালের দেহও রাতেই শনাক্ত হয়।

নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিহত প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া মৃতদের প্রত্যেক পরিবারের একজনকে সরকারি চাকরি দেয়া হবে বলে ঘোষণা দেন মমতা।

এদিকে আগুনে রেলের সার্ভার রুমটি পুড়ে যাওয়ায় উত্তর-পূর্ব ভারতে রেলের বুকিং ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

ঢাকাটাইমস/৯মার্চ/এমআর