চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ১০:৫৬

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

তিন বন্ধু মিলে মোটরসাইকেলে আরেক বন্ধুর বিয়েতে যাওয়ার পথে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অভিসেন (২৩) ও সুজন মিত্র (৩৫)। অভি পটিয়া পৌরসভার ২ নম্বর সুচক্রদন্ডী ওয়ার্ড এলাকার রতন সেনের ছেলে। সুজন একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরবাইকে করে কমলমুন্সির হাটের দিকে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন।

পটিয়া হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব দে জানান, রাত সাড়ে ১০টার পরে কয়েকজন লোক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের একজনকে আমরা মৃত অবস্থায় পাই। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মাথার ডান দিকে থেঁতলে যাওয়াতে মারা গেছেন।

চিকিৎসক বলেন, আর দুজনেরও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা গুরুতর।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ‘পটিয়া পৌরসভার শাহচান্দ মাজার গেট এলাকায় টেম্পু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরেকজন মারা যান।  

(ঢাকাটাইমস/৯মার্চ/কেএম)