লোকসান কমেছে মিরাকল ইন্ডাস্ট্রিজের

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ১১:৫৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, অর্ধবছর বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’ ২০) মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি লোকসান ৬৮ শতাংশ কমেছে। কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২০) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৭৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৩১ টাকা। এ হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ১.৫৭ টাকা কমেছে।

৩১ ডিসেম্বর ২০২০ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.৬৩ টাকায়।

(ঢাকাটাইমস/৯মার্চ/এসআই/এমআর)