দেশ জেনারেল ইনস্যুরেন্সের আইপিও লটারি বুধবার

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ১৩:১৩ | আপডেট: ০৯ মার্চ ২০২১, ১৩:৫৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য বুধবার লটারির ড্র করবে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ওই দিন কোম্পানিটির লটারির ড্র বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম নিয়মিত সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১০ টাকা ইস্যু মূল্যের ১.৬০ কোটি সাধারণ শেয়ার বিক্রি করে ১৬ কোটি টাকা তুলবে। যা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

(ঢাকাটাইমস/৯মার্চ/এসআই/কেআর)