আয়ারল্যান্ড-বাংলাদেশ ইমার্জিং ম্যাচে ফের করোনার হানা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২১, ১৩:৪৫

করোনা যেন পিছু ছাড়ছেই না। করোনার কারণে আয়ারল্যান্ড উলভস বনাম বাংলাদেশ ইমার্জিং একাদশ মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ভেস্তে গেছে। দ্বিতীয় ম্যাচটি যথা সময়ে অনুষ্ঠিত হলেও তৃতীয় ম্যাচে ফের করোনার হানা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটি শুরু হওয়ার আগ পর্যায়ে আইরিশ দলের এক নিরাপত্তা কর্মীর করোনা পজেটিভের খবর এলে আজকের ম্যাচটি দুই ঘণ্টা পরে অনুষ্ঠিত হয়।

আজ সকালে রিপোর্ট আসার পরপরই দুই দল ম্যাচটি বেলা ১১টা থেকে খেলার ব্যাপারে একমত হয়। দুই ঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় ফ্লাডলাইটের ব্যবহার করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

তৃতীয় ম্যাচ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘আইরিশদের নিরাপত্তার দায়িত্বে থাকা বাংলাদেশের একজনের কোভিড পজিটিভ আসে সোমবার। প্রটোকল অনুযায়ী, এ দিনই ওই ব্যক্তি ও তার সংস্পর্শে আসা সবার কোভিড পরীক্ষা করানো হয় আবার। মঙ্গলবার সকালে সবার পরীক্ষার ফল আসে নেগেটিভ।’

এর আগে গত শুক্রবার করোনাভাইরাসের ভুল ফলাফলের কারণে ৩০ ওভার খেলার পর পরিত্যক্ত হয়ে গেছে বাংলাদেশ ইমার্জিং ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। জানানো হয়েছিল, আয়ারল্যান্ডের অলরাউন্ডার রুহান প্রিটোরিয়াস করোনাভাইরাসে আক্রান্ত। কিন্তু একদিন পরই জানা যায়, আসলে করোনা পরীক্ষার ফলে ভুল ছিল, রুহান করোনা আক্রান্ত নন। তাই যথাসময়েই মাঠে গড়ায় দ্বিতীয় ওয়ানডে।

(ঢাকাটাইমস/০৯মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :