মুন্সীগঞ্জে সোয়া তিন কোটি মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ মার্চ ২০২১, ১৮:১৩

মুন্সীগঞ্জে কোস্টগার্ডের বিশেষ অভিযানে ১০টি জাল তৈরির কারখানা থেকে তিন কোটি ৩৪ লাখ ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার রাত তিনটা থেকে মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত সদর উপজেলার মুক্তারপুরের ফিরিঙি বাজার, পঞ্চসার, গুসাইবাগ, দুর্গাবাড়ি ও বাস্তহারা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে কোস্টগার্ড স্টেশন পাগলা। এসময় জাল তৈরি কাজে জড়িত থাকায় ১৯ জনকে আটক করা হয়। জব্দ এসব জালের আনুমানিক মূল্য ১০০ কোটি ২০ লক্ষ ৪৫ হাজার টাকা বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন কোস্টগার্ডের ঢাকা জোনের জোনাল কমান্ডার এম রেজাউল হাসান।

অভিযান শেষে বিকালে সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় প্রেস ব্রিফিংয়ে কমান্ডার এম রেজাউল হাসান জানান, গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ১০টি কারখানা থেকে এসব জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্থানীয় প্রশাসন ও মৎস্য অফিসের সাথে সমন্বয় করে এ জাল তৈরি স্থায়ী ভাবে বন্ধ করা যায় কিনা সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমানে যারা ফ্যাক্টরিতে কারেন্টজাল উৎপাদন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে আরো ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

(ঢাকাটাইমস/৯মে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :