বুধবার করোনার টিকা নিচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ১৯:২১ | আপডেট: ০৯ মার্চ ২০২১, ১৯:২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর পর এবার রাষ্ট্রপতি আবদুল হামিদ করোনাভাইরাসের টিকা নিচ্ছেন। আগামীকাল বুধবার বিকাল ৫টায় বঙ্গভবনে রাষ্ট্রপতিতে টিকা দেয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‍করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহেনাসহ বিশিষ্ট নাগরিকদের অনেকেই টিকা নিয়েছেন।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। দেশে এখন প্রথম ডোজের টিকার প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)