গীতিকবিতা

নারী: কন্যা জায়া জননী

প্রকাশ | ১০ মার্চ ২০২১, ১২:১৮ | আপডেট: ১০ মার্চ ২০২১, ২২:০২

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

তুমি মমতাময়ী গো মায়াময়ী; ললনা নারী রমণী!

তুমি আমার চিরচেনা; কন্যা জায়া জননী।

 

বাল্যে তুমি খেলার সাথি বালিকা,

প্রাণসখি হয়ে তুমি পরাও বকুল-মালিকা,

সেবায় সেবিকা তুমি প্রেমে রাধিকা,

তরুর তারুণ্যে তরুণী-

তুমি আমার চিরচেনা, কন্যা জায়া জননী।

 

মুখ ফোটে না; বুক ফাটে গো অবলার,

ছন্দচলা পায়না গতি অচলার।

তোমার মাঝে ছায়া ভাসে বেহুলার

অবগুণ্ঠনবতী ঘরণী-

তুমি আমার চিরচেনা; কন্যা জায়া জননী।

 

সুখের সখা, দুঃখের দোসর সঙ্গিনী,

রঙ্গরসে নন্দিতা গো নন্দিনী।

বন্ধ কারার বন্দিতা-যে বন্দিনী

যুগান্ত-যন্ত্রণা বরণী-

তুমি আমার চিরচেনা; কন্যা জায়া জননী।

 

বক্ষ তোমার গভীর যাতনা-হিমাচল,

অবোধ শিশুর অশ্রু মোছারই আঁচল।

স্নিগ্ধ স্নেহে আশিস বিলাও অবিচল

সর্বংসহা যেনো ধরণী-

তুমি আমার চিরচেনা; কন্যা জায়া জননী।