‘বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাহার না হলে লাগাতার কর্মসূচি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:১১ | প্রকাশিত : ১০ মার্চ ২০২১, ১৭:১৭

প্রথমবারের মতো ঐতিহাসিক ৭ মার্চ পালন করতে গিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন সেটাকে ইতিহাস বিকৃতি ও পরিকল্পিত মিথ্যাচার বলে দাবি করেছে ‘গৌরব ৭১’। এই বক্তব্য প্রত্যাহার না করা হলে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক এফ এম শাহীন।

বুধবার বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন। ‘ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় বিএনপি কর্তৃক ইতিহাস বিকৃতি ও পরিকল্পিত মিথ্যাচারের প্রতিবাদে’ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গৌরব ৭১।

এফ এম শাহীন বলেন, ‘ঐতিহাসিক ৭ মার্চকে কেন্দ্র করে জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তা ইতিহাস বিকৃতি ও পরিকল্পিত মিথ্যাচার। বিএনপি এ বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমতা না চাইলে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।’

শাহীন বলেন, ‘আমরা এই প্রজন্ম চত্বরে দাঁড়িয়ে বারবার বলেছি, এদেশে রাজনীতি করতে গেলে, এদেশে রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করতে গেলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হবে। নইলে এ দেশের তরুণরা যেকোনা সময় প্রতিবাদে শামিল হতে পারে।’

অনুষ্ঠানে উপস্থিত হয়ে বীর মুক্তিযোদ্ধা ও দুই নম্বর সেক্টরের গেরিলা কমান্ডার জহিরুল ইসলাম জালাল (বিচ্ছু জালাল) বলেন, ‘আজ ৫০ বছর পূর্তি, আমরা যখন জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাব, তখন পাকিস্তানি পরাজিত শক্তির প্রেতাত্মা, রাজাকারের সন্তান রিজভী, ফখরুল ইসলাম দম্ভ করে বলছে, ৭ মার্চ বঙ্গবন্ধু নাকি স্বাধীনতার ডাক দেয় নাই। নির্লজ্জ, বেইমান! নবাব সিরাজুদৌলার পাশে যেমন মীর জাফর ছিল, আমাদের মুক্তিদ্ধেরও পাশে ছিল আল বদর, রাজাকার। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দিইনি।‘

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, ‘যাদের জন্ম ভুলের মধ্য দিয়ে , ইতিহাস বিকৃতির মধ্যে দিয়ে তাদের থেকে এই চাইতে ভালো কিছু আশা করা যায় না। তবুও আমরা আশা করেছিলাম যে, এবার যদি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে যার যার অবস্থান সেটা যদি আমরা স্বীকার করি, বঙ্গবন্ধুর ভূমিকাকে সারা পৃথিবী আজকে স্বীকার করছে শুধু বাংলাদেশ কেন? সুতরাং রিজভী আহমেদ বা মির্জা ফখরুল, কী বললেন, না বললেন, তা দিয়ে তো আর ইতিহাস নির্মিত হবে না। ইতিহাস তার কর্মের মধ্যে দিয়ে নির্ধারিত হয়। ইতিহাস তার ঐতিহাসিক ভূমিকার মধ্যে দিয়ে স্বীকৃত হয়। কারো কথায়, কারো কলমের কালি দিয়ে ইতিহাস নির্মিত হয় না।‘

মির্জা ফখরুলের বক্তব্য মিথ্যা ও ইতিহাস বিকৃতির শামিল জানিয়ে গোলাম কুদ্দুস বলেন, ‘আপনাদের এই কৃতকর্মের জন্য আপনারা জাতির কাছে মার্জনা ভিক্ষা করুন। জাতি হয়ত আপনাদের ক্ষমা করে দিতে পারে। ৯৩ হাজার পাকিস্তানিকে ক্ষমা করে দিয়েছে, আপনারা আর কয়জন হবেন? আপনাদেরকেও না হয় ক্ষমা করে দিল জাতি।‘

গৌরব ৭১-এর সাধারণ সাধারণ সম্পাদক এফ এম শাহিনের সঞ্চালনায় এবং সভাপতি এস এম মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবনেতা ইকবাল মাহমুদ বাবলু, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান ও মুক্তিযুদ্ধ ঐক্যমঞ্চের সভাপতি রুহুল আমিন মজুমদার।

প্রসঙ্গত, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবারই প্রথমবারের মতো ৭ মার্চ দিবসটি পালন করেছে। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় দলটির নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ পাকিস্তানের শাসকগোষ্ঠীর সঙ্গে ‘দর কষাকষির জন্য’ ভাষণ দিয়েছিলেন। ৭ মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা ছিল না। তখনকার ছাত্রসমাজ ৭ মার্চ স্বাধীনতার ঘোষণার জন্য যে প্রত্যাশা করেছিল, সে ভাষণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। ভাষণটি নিয়ে আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এর প্রতিবাদেই ‘গৌরব ৭১’ এই কর্মসূচি পালন করে।

(ঢাকাটাইমস/১০মার্চ/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :