ছাত্রকে বেধড়ক পেটানোয় মাদ্রাসাশিক্ষকের কারাদণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২১, ২১:১০
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে পড়ায় ভুল হওয়ায় বেদম পিটিয়ে আহত করেছেন এক মাদ্রাসাশিক্ষক। নান্দাইলের বালিয়াপাড়া মহল্লার আমেনা মফিজ নুরুল কুরআন নূরানি ও হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম শফিকুল ইসলাম। পড়া ভুল করায় তিনি বেধড়ক পিটিয়েছেন এক ছাত্রকে। আহত ওই শিশু শিক্ষার্থীর পুরো শরীরজুড়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দীনের ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্যাতনের শিকার ছাত্রের বাবা পৌর এলাকার কাটলিপাড়া গ্রামের জুয়েল মিয়া বলেন, ‘পড়া ভুল হওয়ার কারণে সকালে ওই শিক্ষক আমার ছেলেকে মারপিট করে। ছেলের কাছ থেকে খবর পেয়ে আমি মাদ্রাসায় ছুটে যাই। গিয়ে দেখি সে কান্না করছে। মাথা থেকে পা পর্যন্ত লালচে ফোলা দাগ দেখিয়ে সে বলে, হুজুর আমাকে মারছে। পরে ছেলেকে নিয়ে ইউএনও স্যারের কাছে যাই। স্যারকে বিষয়টা জানাই।’

ইউএনও এরশাদ উদ্দীন বলেন, ‘শিশু শিক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ পেয়ে ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।’

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :