কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশ | ১০ মার্চ ২০২১, ২১:৩১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গাজীপুর জেলা প্রশাসকের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে বুধবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নয়টি ইটভাটার মালিককে মোট ৪৩ লাখ টাকা জরিমানা করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে উপজেলার শ্রিফলতলী এলাকার পদ্মা ব্রিকস ম্যানুফেকচারার মালিককে ৬ লাখ টাকা, কোনাবাড়ী ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা, সূত্রাপুর এলাকায়শিলাবৃষ্টি ব্রিকসের মালিককে ১ লাখ, এবিএম ব্রিকস-এর মালিককে ১ লাখ টাকা, উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকার কিরন ব্রিকসের মালিককে ৬ লাখ, মেসার্স মুন ব্রিকসকে ৫ লাখ, স্টার ব্রিকসকে ৬ লাখ, সান ব্রিকসকে ৬ লাখ, কেএমবি ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা করে মোট ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজিদ আহাম্মেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মমিন ভূইয়া, গাজীপুর র‌্যাব-১ ও জেলা পুলিশের কর্মকর্তারা।
অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সরকার জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)