মির্জাপুরে আগুনে পোড়া নিঃস্ব দুই পরিবারের পাশে ইউএনও

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ মার্চ ২০২১, ২২:৩৮

টাঙ্গাইলের মির্জাপুরে আগুনে পোড়া নিঃস্ব দুই পরিবারকে দেখতে গেলেন ইউএনও হাফিজুর রহমান। বুধবার বিকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের আলেয়া বেগম ও আঙ্গুরি বেগমের ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করতে যান। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শামীম খান ।

জানা গেছে, গত ৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুন লেগে অসহায় ও দরিদ্র আলেয়া বেগম ও আঙ্গুরি বেগমের বসতবাড়ির ছাপড়াঘরে আগুন লেগে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এরপর থেকে গত এক সপ্তাহ তারা অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। খবর পেয়ে বিকালে সেখানে ছুটে যান মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আগুনে পুড়ে যাওয়া নিঃস্ব পরিবারটিকে সরকারের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।

(ঢাকাটাইমস/১০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :