মাতাল শ্বশুরের দেয়া আগুনে অঙ্গার পুত্রবধূ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ মার্চ ২০২১, ১১:২৬ | প্রকাশিত : ১১ মার্চ ২০২১, ১০:২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের দুর্গম আলোকদিয়া চরে মাতাল শ্বশুরের দেয়া আগুনে পুড়ে মারা গেছেন লিবা খাতুন নামে ২৭ বছর বয়সী এক নারী। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলোকদিয়া চরের কেটি আরদোসের ছেলে জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ পান করা অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরের ভেতর শ্যালোমেশিনের তেল থাকায় ঘরটিতে দ্রুত আগুন লেগে যায়। এসময় ঘরে থাকা ১০ মাসের সন্তানসম্ভবা লিবা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত হন জুলহাসের মেয়ের জামাই বিল্লাল হোসেন। আহত বিল্লালকে পার্শ্ববর্তী পাবনা জেলায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে এস্কেভেটর (খননযন্ত্র) অপারেটর হিসেবে কাজ করেন। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকাটাইমস/১১মার্চ/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :