‘উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ দেশের সার্বিক উন্নয়নে হচ্ছে’

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মার্চ ২০২১, ১৮:৪৩

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনার নীতি অনুসর করে অর্থনীতি-সামাজিক, উন্নয়ন ও নারীর ক্ষমতায়নসহ কিভাবে সার্বিক উন্নয়নে কাজ করে যায় সেভাবেই কাজ করা হচ্ছে।’

বৃহস্পতিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে অত্যাধুনিক কোচ প্রতিস্থাপনের আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন রেলমন্ত্রী।

এসময় বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ থেকে চট্রগ্রাম যাত্রা এবং এই রেলপথে আরো একটি আন্ত:নগর ট্রেন সার্ভিস চালু ও দেওয়ানগঞ্জ, ইসলামপুর, সরিষাবাড়ি ও জামালপুর জংশন রেল স্টেশন আধুনিকায়নের ঘোষণা দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘প্রধান মন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকায় রেলসহ প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষের সুযোগ-সবিধা বেড়েছে।’

রেলের পূর্ব অঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১১মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :