তিন ভবনের নকশা বহির্ভূত অংশ ভাঙল রাজউক

প্রকাশ | ১১ মার্চ ২০২১, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে নকশা বহির্ভূতভাবে নির্মিত তিনটি ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় ভবনগুলোর নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আদাবর এলাকার শেখেরটেক শ্যামলি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ভবনের এসব অবৈধ অংশ ভেঙে দেয় সংস্থাটি।

অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। 

ম্যাজিস্ট্রেট জানান, বেলা ১২টায় অভিযান শুরু হয়। নকশাবহির্ভূতভাবে নির্মাণ করা তিনটি ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১মার্চ/কারই/জেবি)