‘পুলিশের কেউ টাকা চাইলে জানাবেন’

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২১, ১৮:৪১

‘আমাদের দেশের অনেক পরিবর্তন হয়েছে। আমরা আর্র্থিকভাবে অনেক এগিয়ে এসেছি। সমাজকে ভালো রাখতে চাইলে পুলিশ এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। পুলিশের সাথে সরাসরি মানুষের যোগাযোগ থাকলে সেক্ষেত্রে মানুষের হয়রানি কমবে- মানুষ ন্যায় বিচার পাবে। পুলিশের কেউ টাকা চাইলে আমাদের জানাবেন। আমরা গোয়ালে দুষ্ট কোনো গরু রাখব না।’

বৃহস্পতিবার বিকালে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনবিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

তিনি বলেন, ‘পুলিশের সাথে জনগণের সম্পর্ক হবে সরাসরি। মাঝখানে কোনো টাউট, বাটপার, দালাল থাকবে না। যৌতুক, বাল্যবিবাহ, মাদক ইভটিজিংয়ের ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা মানুষ হিসেবে উন্নত মানুষ হব। কোনো অবস্থাতেই আমরা এই দেশটাকে জঙ্গিদের হাতে তুলে দিতে পারব না। সবাইকে সাথে নিয়ে এদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চাই।’

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জুয়েল।

মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আজিজুল হকের সভাপতিত্বে বিট পুলিশিং সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার ভাইস প্রিন্সিপাল ডিআইজি এসএম আকতারুজ্জামান, র‌্যাব-৪ এর পরিচালক অ্যাডিশনাল ডিআইজি মোজাম্মেল হক, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :