মশা নিধন চলছে চট্টগ্রাম সিটিতে

প্রকাশ | ১২ মার্চ ২০২১, ২০:৩৭

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

চট্টগ্রাম সি‌টি ক‌রপো‌রেশ‌নের মেয়র এম. রেজাউল করিম চৌধুরীর ১০০‌ দি‌নের অগ্রা‌ধিকার কর্মসূচির আলোকে ওয়ার্ডে ওয়ার্ডে প‌রিচ্ছন্নতা কার্যক্রম ও মশকের প্রজনন ক্ষেত্র ধ্বং‌সের ক্রাশ প্রোগ্রাম চলছে।

সি‌টি করপো‌রেশনের প‌রিচ্ছন্নতা বিভা‌গের সং‌শ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ‌কে সাথে নিয়ে কাউ‌ন্সিলররা স্ব-স্ব ওয়া‌র্ডে এ ক্রাশ প্রোগ্রা‌মে নেতৃত্ব দিচ্ছেন।

সি‌টি মেয়র রেজাউল ক‌রি‌মের নির্দেশনায় নগরব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশকের প্রজনন ক্ষেত্র ধ্বং‌সের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ও ক্রাশ প্রোগ্রা‌ম পরিচা‌লিত হয় নগরীর ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে।

সি‌টি মেয়র রেজাউল ব‌লেন, আমরা নি‌জেরাই প‌রিত্যক্ত প্লা‌স্টিকের বোতল, প‌লি‌থিনের ব্যাগ ও গৃহস্থালি বর্জ নির্ধারিত স্থান ও ডাস্ট‌বিনে না ফেলে রাস্তাঘাট ও নালা-নর্দমায় ছুড়ে ফেলে নিজেদের শহরকে নোংরা করে তুলছি। নালা-নর্দমার পা‌নি চলাচল‌কে ব্যাহত আবর্জনার স্তূ‌পে প‌রিণত করে মশ‌কের উপদ্রব, রোগ বালাই ও জলাবদ্ধতার দুর্ভোগ ডেকে আন‌ছি।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)