গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১২ মার্চ ২০২১, ২২:৫৬ | প্রকাশিত : ১২ মার্চ ২০২১, ২২:৪২

প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও বেসরকারি চ্যানেল এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ করা হয়েছে। সাকোয়াত হোসেন শেলী নামে এক ব্যক্তি ১০ মার্চ বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলাটি করলেও শুক্রবার বিকালে সাংবাদিকরা তা জানতে পারেন।

এর আগে গত ৭ মার্চ রাতে সাংবাদিক খালেদ হোসেনের ওপর পৌর নির্বাচনের জের ধরে সাকোয়াত হোসেন শেলী ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। ওই রাতেই খালেদ হোসেন বাদী হয়ে শেলীর বিরুদ্ধে থানায় একটি এজাহার করেন। মামলাটি রুজু হবার পর থেকে সাকোয়াত হোসেন শেলী পলাতক রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা যায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, সাকোয়াত হোসেন শেলী নামে এক ব্যাক্তি গত ১০ মার্চ তার স্ত্রী সেলিনা আক্তারের মাধ্যমে লিখিত অভিযোগ পাঠালে মামলাটি নথিবদ্ধ করি। এর আগে ৮ মার্চ সাংবাদিক খালেদ হোসেন, সাকোয়াত হোসেন শেলীর বিরুদ্ধেও একটি মামলা করেছেন। উভয়ের মামলা দুটি সঠিকভাবে তদন্ত করা হবে বললেও সাংবাদিক খালেদ হোসেনের বিরুদ্ধে সাকোয়াত হোসেন শেলীর করা মামলাটি মিথ্যা বলে স্বীকার করেন ওসি মজিবর।

আইনজীবী শামসুজোহা শামীম ঢাকাটাইমসকে বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ অভিযোগটি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে নিয়মিত মামলা হিসেবে রুজু করতে পারেন।

এদিকে সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি নিয়ামুল আহসান পামেল, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, সাংবাদিক রবিন সেন, সাংবাদিক খোরশেদ আলমসহ সাংবাদিক নেতারা।

(ঢাকাটাইমস/১২মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :