তাড়াশে আগুনে পুড়ল সার ও কীটনাশকের দোকান

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ মার্চ ২০২১, ১২:৩৬ | প্রকাশিত : ১৩ মার্চ ২০২১, ১২:৩৩

সিরাজগঞ্জের তাড়াশে আগুন লেগে শহীদুল ইসলাম নামে এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে সার, কীটনাশক, ডিজেল ও মবিলসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।

গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বিলাশপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাড়াশ ফায়ার স্টেশনের সাব অফিসার রেজাউল করিম জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিলাশপুর বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী শহীদুলের দোকানে আগুনের শিখা দেখে গ্রামবাসী এগিয়ে আসেন। পরে তাড়াশ ফায়ার স্টেশনের কর্মকর্তারা খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত শহীদুল ইসলাম জানান, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে বাজারের লোকজনের কাছে খবর পেয়ে ছুটে এসে দেখি দোকানে আগুন লাগছে। এসময় স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় আগুন নেভানো হয়। আমার দোকানের সার, কীটনাশক, ডিজেল ও মবিলসহ সকল কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :