নেয়ামত ভূঁইয়া’র কবিতা

ভাঙ্গা-গড়ার খেলা

প্রকাশ | ১৩ মার্চ ২০২১, ২০:৫১ | আপডেট: ১৩ মার্চ ২০২১, ২১:১৮

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া

ভাঙ্গা-গড়া, ভাঙ্গা-গড়া, ভাঙ্গা-গড়ার খেলা,
ভাঙ্গাই কেবল নিত্য চলে; গড়ার বেলায় হেলা।
ভাঙ্গা হলে বেপরোয়া,
গড়ার চাবি যাবেই খোয়া-
গড়াটাকে ভেবো না যে ছেলের হাতের মোয়া,
গড়তে হলে খাটতে হবে, লাগবে ঘামের ছোঁয়া।
নিত্য যদি ভাঙ্গাই চলে নির্বিচারে,
খড়্গ এসে পড়বে গড়ার নাজুক ঘাড়ে।
গড়ার ছাঁচের সকল সাজই পড়বে লুটে,
বুঝবে তখন ভাঙ্গা-গড়া কী বিদ্ঘুটে!
ভাঙ্গার আগে অনুভবে
গড়ার নেশা জাগতে হবে,
তা না হলে ধ্বংস স্তুপে
থাকবে চাপা শবের রূপে
গড়ার সকল সাধ-
ভাঙ্গা হবে ভবিষ্যতের সব হারানোর ফাঁদ।
ডোবার আগের জানতে হবে কোথায় ভাসার ভেলা,
নইলে হবে সর্বনাশা ভাসা-ডুবার খেলা।
তাইতো বলি ভাঙ্গা-গড়ার খেলা তেমন মন্দনা,
বাস্তবে রূপ পায় যদি সব গড়ার পরিকল্পনা।