সুনামগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০২১, ২১:১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে শাহ মুল্লুক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে উভয় পক্ষের আরও ৪০ জন আহত হন। নিহত শাহ মুল্লুক ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের আব্দুস সালামের ছেলে।

শনিবার সকাল ১০টায় নুরনগর গ্রামের পিয়াইন নদীর উত্তরপাড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর গ্রামের ফজল মিয়া ও ফিরোজ আলীর পক্ষের মধ্যে গ্রামের একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমি দখলের আধিপত্য নিয়ে শনিবার সকাল ১০টার দিকে পিয়াইন নদীর উত্তর পাড়ে প্রথমে কথা কাটাকাটি পরেই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে শাহ মুল্লুক নামে একজন নিহত হন। এ সময় উভয় পক্ষের আরও ৪০ জন আহত হয়েছেন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন আছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :