পর্তুগালে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার ঘোষণা

প্রকাশ | ১৩ মার্চ ২০২১, ২২:৫২

রনি মোহাম্মদ, (পর্তুগাল)

পর্তুগালে ১৫ মার্চের পর থেকে ধাপে ধাপে লকডাউন এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা তার সরকারের চলমান লকডাউন এবং জরুরি অবস্থা ধাপে ধাপে তুলে নেওয়ার পরিকল্পনাটি উপস্থাপন করেন।

প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে সরকারের পরবর্তী পদক্ষেপ ও পরিকল্পনাগুলো তুলে ধরে বলেন, স্টার সানডে শেষ হওয়ার আগ পর্যন্ত স্পেন ও পর্তুগালের বর্ডার বন্ধ থাকবে। ইউকের এবং ব্রাজিলের সাথে ভ্রমণের বিধি নিষেধ আগের মতোই অব্যাহত থাকবে এবং ইউরোপিয়ান ইউনিয়নে ভ্রমণে পর্তুগাল ইইউভুক্ত ব্রাসেলসের কভিড-১৯ এর উপর দেওয়া নির্দেশিকা অনুসরণ করবে। সেই সাথে চলমান লকডাউনকে মোট ৪টি ধাপে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার পরিকল্পনা জাতির উদ্দেশে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
(ঢাকাটাইমস/১৩মার্চ/এলএ)