এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে আহত ৪

প্রকাশ | ১৪ মার্চ ২০২১, ১১:৪২ | আপডেট: ১৪ মার্চ ২০২১, ১৩:১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ভেঙে চার শ্রমিক আহত হয়েছেন।  তাদের মধ্যে দুইজন চাইনিজ শ্রমিক এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। অন্যজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আহত কারই নাম জানা যায়নি।

বিমানবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিদিনের মতো বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডারের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ গার্ডার ধসের ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক আহত হন। যাদের মধ্যে দুইজন চীনা শ্রমিক এবং একজন বাংলাদেশি শ্রমিক রয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

কুর্মিটোলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে গার্ডার ভাঙার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখান থেকে আহত চারজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কীভাবে ভেঙে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

ঢাকাটাইমস/১৪মার্চ/এসএস/এমআর