আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে চাটমোহরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৪:০৭

নানা আয়োজনে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে পৌর শহরের মাস্টারপাড়া চিত্রগৃহে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। পরে প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বড়াল রক্ষা আন্দোলন এবং চিত্রগৃহ দিবসটি উদযাপনের আয়োজন করে।

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন।

এসময় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন- বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক ড. অঞ্জন ভট্টাচার্য্য, সদস্য সচিব এসএম মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :