লক্ষ্মীপুরে আগুনে পুড়ল ৬৩ দোকান

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
| আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৪:২৪ | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৪:২২

লক্ষ্মীপুরের আলেকজান্ডার বাজারে আগুন লেগে ৬৩টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।

রবিবার ভোর ৪টার দিকে এ আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, কাপড়, মোবাইল, ইলেক্ট্রনিক্সসহ আরও অনেক দোকান।

রামগতি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খোকন মজুমদার জানান, দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। এ আগুনে ক্ষয়-ক্ষতি নিরুপণের কাজ চলছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, ‘আগুনের ঘটনা শুনেই ভোরে ইউপি চেয়ারম্যান ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা হয়েছে। তাদের খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করা হবে।’

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :