পল্টনে ব্যাংক কর্মকর্তার বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ মার্চ ২০২১, ১৮:৩৪ | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৭:২৪
প্রতীকী ছবি

রাজধানীর পল্টন থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিপি বেগম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

রবিবার সকালে লিপির লাশ উদ্ধার করা হয় বলে জানান পল্টন মডেল থানার উপপরিদর্শক (পিএসআই) মো. কামরুল হাসান। তিনি ঢাকাটাইমসকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে পুরানা পল্টনের ১/১৪০৪/ ইস্টার্ন রেইনবো টাওয়ারের ৪১/ ৪৩ নম্বর বাসার বাথরুমের দরজা ভেঙে লিপিকে উদ্ধার করা হয়। সেখানে তিনি হ্যান্ড টাওয়ালের ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন। পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত লিপি বেগম চট্টগ্রাম জেলার স্বন্দীপ থানার উত্তর মগদারা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সুলেমান বাদশা ও আছমা বেগমের মেয়ে। তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল থানার যুগ্ম পরিচালক শাহনেওয়াজ মুরাদের বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

এ ঘটনায় শাহনেওয়াজ মুরাদ বাদী হয়ে পল্টন মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানায় পুলিশ। মামলা নম্বর-৪। মামলাটির তদন্ত করছেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল।

পল্টন মডেল থানার পুলিশ কর্মকর্তা কামরুল হাসান বলেন, নিহতের ময়না তদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢাকাটাইমস/১৪ মার্চ/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :