কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ১৮:০৬

কুষ্টিয়ার মিরপুরে রঙ্গিলা খাতুন (৩৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা ১১টায় উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকার গঙ্গা-কপোতাক্ষ (জিকে) ক্যানেলের পাশ্ববর্তী একটি তামাক ক্ষেতের মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রঙ্গিলা খাতুন ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার মৃত আবুল হাসেমের মেয়ে এবং একই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন সন্তানের জননী রঙ্গিলা খাতুন গত শনিবার বিকালে তার ছাগল নিয়ে আসতে মাঠে যায়। পরে তাকে আর খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গেলে মনিরুল ইসলাম নামে এক কৃষক তার তামাক ক্ষেতের মধ্যে রঙ্গিলা খাতুনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহতের স্বামী শফিকুল ইসলাম বলেন, ‘রঙ্গিলার সঙ্গে কারো কোন শত্রুতা ছিল না। আমরা বেশ সুখে ছিলাম। পারিবারিকভাবেও কোনো কলহ ছিল না। তবে কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।’

এলাকাবাসী জানায়, রঙ্গিলা খাতুন খুব সাধারণ একজন মানুষ। সে সারাদিন মাঠে ছাগল চরিয়ে বেড়ায়। তবে তিনি একটি মামলার সাক্ষী ছিলেন বলে জানা যায়।

মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায় নি বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :