ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের দুর্নীতির অভিযোগ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০২১, ২০:৪৯

শেরপুরের নকলার এক চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির খতিয়ান তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। ওই চেয়াম্যানের নাম শামছুর রহমান আবুল। তিনি উপজেলার ১নং গণপদ্দী ইউপি চেয়ারম্যান।

রবিবার দুপুরে ওই ইউপি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ দিন লিখিত বক্তব্যে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির খতিয়ান তুলে ধরে বক্তব্য দেন- গণপদ্দী ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদৌস আহম্মেদ ও সাইফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ তিন বছর যাবত ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সরকারের কাছ থেকে ইউপি সদস্যদের নামে বরাদ্দকৃত ভিজিডি কার্ড, দারিদ্র কর্মসূচি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ও পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপির বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচিসহ ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা থেকে বঞ্চিত করে আসছেন শামছুর রহমান আবুল।

ইউপি চেয়ারম্যান নানাভাবে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম অব্যাহত থাকায় বিষয়টি ইউএনও বরাবর লিখিত অভিযোগ আকারে দেয়া হয়েছে।

এ দিন ইউপি সদস্যরা তাদের প্রাপ্য অধিকার ফেরত পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এছাড়া সরকার প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইউপি ভবন নির্মাণ করে দিলেও তিনি (শামছুর রহমান আবুল) সেখানে অফিস না করে তার নিজ এলাকায় একটি টিন সেড ঘরে পরিষদের সব কাজ পরিচালনা করেন বলেও স্থানীয়রা অভিযোগ করেন।

অন্যদিকে ইউপি সদস্যদের আনা সব অভিযোগ মিথ্যা বলে বলে দাবি করেছেন চেয়ারম্যান শামছুর রহমান আবুল।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :