শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে থাকার আহ্বান আইজিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০২১, ১৬:৪৫ | প্রকাশিত : ১৫ মার্চ ২০২১, ১৩:৫৫

শিক্ষার্থীদের জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পুলিশ প্রধান বলেছেন, ‘আমি তোমাদেরকে বলব জঙ্গিবাদ থেকে দূরে থাকতে। কারণ জঙ্গিবাদ ইসলামের শত্রু। যারা জঙ্গিবাদে জড়িত তারাও ইসলামের শত্রু। জঙ্গিদের হাতেই মুসলমানদের সবচেয়ে বেশি রক্ত ঝরেছে।’

সোমবার বাংলাদেশ পুলিশ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের ধর্মীয় বিষয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বেনজীর আহমেদ বলেন, বর্তমানে বাংলা ও ইংরেজিতে প্রচুর বই রয়েছে। তোমরা এসব ধর্মীয় বই মনোযোগ সহকারে পাঠ করলে ইসলামের প্রকৃত শিক্ষা পাবে।

যৌথ পরিবারের গুরুত্ব তুলে ধরে আইজিপি বলেন, অর্থনৈতিক কারণে যৌথ পরিবারগুলো ভেঙে গেছে। যৌথ পরিবারে একটি শিশু দাদা-দাদি, নানা-নানিসহ পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ পেত, তাদের সাহচর্য পেত। এতে শিশুদের নৈতিক শিক্ষার ভিত্তি অনেক মজবুত হতো। কিন্তু বর্তমানে একক পরিবারে এ সুযোগ আর নেই।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান আরও বলেন, আমার শিশু সন্তানকে দিয়ে আমি বুঝি যে সে কতটা নিঃসঙ্গ। এখন তো স্কুল, স্কুলের বন্ধু ছাড়া কেউ নেই। বর্তমানে ফ্যামেলি কাউন্সিলিংয়ের সুযোগ নেই; বরং প্যারেন্টাল কাউন্সিলিং দরকার।

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায় ও অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মঈনুর রহমান চৌধুরী। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ব্যারিস্টার মাহাবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এএ/কেআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :