প্রকাশ্যে ঘোষণা দিয়ে নারীর শ্লীলতাহানি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ মার্চ ২০২১, ২১:৩০ | প্রকাশিত : ১৫ মার্চ ২০২১, ১৭:৫২

কুমিল্লার বুড়িচংয়ে প্রকাশ্যে এক নারীকে ধর্ষণের হুমকি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে জড়িত মাহমুদুল হাসান টিটুর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী। প্রকাশ্যে হুমকি ও নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে।

এদিকে মামলার পর আদালত বুড়িচং থানা পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে এখনো তদন্ত চলছে। দ্রুতই তা (তদন্ত) শেষ হলে আদালতে চার্জশিট দেয়া হবে।

১৯ ফেব্রুয়ারি আদালতে করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মাহমুদুল হাসান টিটু প্রায় ওই নারীকে (বাদী) প্রায় উত্ত্যক্ত করত এবং অনৈতিক প্রস্তাব দিত। সবশেষ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাদীর বাড়িতে প্রবেশ করে এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। পরে ধর্ষণচেষ্টা করে। এসময় ওই নারীর আর্তচিৎকারে বেশ কয়েকজন এগিয়ে আসে। পরে অভিযুক্ত টিটু তাকে (নির্যাতনের শিকার নারীকে) জখম করে পালিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর এ বিষয়ে থানা পুলিশ অভিযোগ না নিলে আদালতের শরণাপন্ন হয় ওই নারী। বর্তমানে মামলাটি তদন্ত করছে বুড়িচং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিনোদ।

এদিকে ঘটনার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে। ভিডিওতে দেখা গেছে, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত টিটু প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করছে। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণের হুমকি দেয়। এসময় উপস্থিত অনেকে তাকে (টিটু) শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী নারীর মেয়ে বলছেন- এর আগেও আপনি (টিটু) আমার মাকে গালিগালাজ করেছেন। গায়ে হাত তুলেছিলেন। নির্যাতন করেছিলেন।

রবিবার দুপুরে শ্লীলতাহানি শিকার ওই নারী ঢাকা টাইমসকে জানান, এর আগে ২০১৯ সালের অক্টোবরে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল টিটু। সেই সঙ্গে মাথার চুলও কেটে দিয়েছিল। এই ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলেও পুলিশ তা আমলে নেয়নি। চার পাঁচবার সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। সবশেষ আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে টিটু আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়। পরবর্তী সময়ে আমার বাড়িতে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করে। আমি মুক্তিযোদ্ধা কমান্ডারের মেয়ে হয়েও বর্তমানে নিরুপায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মানসম্মান শেষ হয়ে গেছে। এছাড়া আমার স্বামীর বিরুদ্ধে পাঁচটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছে।

ভুক্তভোগী ওই নারীর স্বামী কামরুল হাসান মুছা জানান, পারিবারিক বিরোধের জেরে তাদেরকে প্রায় হয়রানি করা হচ্ছে। বিশেষ করে তার স্ত্রী ও মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত টিটুর পক্ষে স্থানীয় সরকার দলীয় একজন নেতা কাজ করতে পারে বলে জানান তিনি। বলেন- না হলে আমার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা হলেও তার বিরুদ্ধে আমি মামলা করতে গেলে পুলিশ আমলে নেয় না। ২০১৯ সালে আমার স্ত্রীর গায়ে আগুন লাগিয়ে দেয়া হলেও মামলা করতে পারিনি। নিরুপায় হয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছি।

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিনোদ জানান, মামলার তদন্তে বেশ অগ্রগতি আছে। এখনো তদন্ত চলছে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে, কয়েকজন বাকি আছে। সাক্ষ্য নেয়া শেষ হলে আদালতে চার্জশিট জমা দেয়া হবে।

মামলাটি ভিন্ন দিকে নেয়ার চেষ্টা চলে বলে অভিযোগ রয়েছে, এমন প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মামলা হলে দুই পক্ষই তদবির করার চেষ্টা করে। আমি তদন্তের যেটা পাবো তাই আদালতে জমা দেব।’

অভিযুক্ত টিটুর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, জমিজমা নিয়ে বিরোধের কারণেই তাদের নামে পাঁচটি মামলা হয়েছে। তবে শ্লীলতাহানির বিষয়টি মিথ্যা।

ভিডিওতে ধর্ষণের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাগের মাথায় তখন বলেছিলাম।’

(ঢাকাটাইমস/১৫মার্চ/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

ডিজিটাল হুন্ডিতে ৪০০ কোটি টাকা পাচার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইউটিউবে জাল টাকা তৈরি শেখা, রাজমিস্ত্রি-জেলেকে নিয়ে গড়ে তোলা হয় চক্র

দুর্নীতি মামলায় মেজর মান্নান কারাগারে

ভুয়া নিয়োগপত্রে কোটি কোটি টাকা আত্মসাৎ

শিশু বিক্রির অর্ডার নিয়ে অপহরণ করতেন তারা

দুর্নীতির অভিযোগে রুয়েটের সাবেক ভিসি ও রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলা ​​​​

যাবজ্জীবন সাজা থেকে বাঁচতে ২২ বছর ধরে তরমুজ ও ওষুধ বিক্রেতা, অতঃপর...

বিমানবন্দরে ডলার কারসাজি, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ

ধানক্ষেতে বিদ্যুতের ফাঁদ পেতে ‘হত্যা’: তিন আসামি গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :