বাউফলের নাদীরা পেলেন ’কীর্তিমান নারী’সম্মাননা

প্রকাশ | ১৫ মার্চ ২০২১, ১৯:৪৭

বাউফল (পটুয়াখারী) প্রতিনিধি, ঢাকাটাইমস

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের নাদীরা কাশেম পেলেন কীর্তিমান নারী সম্মাননা। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৩ মার্চ সন্ধ্যায় ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে মুভমেন্ট ফর হিউমান রাইটস নাদীরা কাশেমকে ওই সম্মাননায় ভূষিত করেন।

জাতীয় সংসদের সংসদ সদস্য, একুশে পদক ও বেগম রোকেয়া পদক প্রাপ্ত , বরেণ্য মানবাধিকার ও সমাজকর্মী অ্যারোমা দত্তের নিকট থেকে তিনি সন্মাননাটি গ্রহণ করেন।

প্রসঙ্গত, নাদীরা কাশেম বাংলাদেশ পাসপোর্ট ও বহির্গমন অধিদপ্তরের প্রথম নারী পরিচালক ছিলেন। তার স্বামী আবুল কাশেম বাংলাদেশ রাজস্ব বোর্ডের একজন সদস্য ছিলেন।

নাদীরা কাশেম বলেন, পুরুষ প্রাধান্য সমাজে অনেক প্রতিকুলতার মাঝে সংগ্রাম করে চাকরিতে তার অধিকার ও নেত্রীত্ব প্রতিষ্ঠা করে এগিয়ে যেতে হয়েছে। সকল প্রকার বৈষম্য পেছনে ফেলে তিনি তার কর্মক্ষেত্র গড়ে তুলেছেন সততার প্রতীক।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এলএ)