মুন্সীগঞ্জে 88 মণ জাটকা জব্দ, আটক ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৯:৩৯ | প্রকাশিত : ১৬ মার্চ ২০২১, ১৯:২৩

মুন্সীগঞ্জ সদরে নৌ-পুলিশের পৃথক দুইটি অভিযানে আটাশি মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় জাটকা পরিবহনের কাজে জড়িত তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি ট্রলার ও সকাল ৮টার দিকে মুক্তারপুর সেতুর টোলপ্লাজায় একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পরে মুক্তারপুর নৌ-ফাঁড়িতে নিবার্হী হাকিম মেজবাউল সাবরিন আটক তিনজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন।

আর জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে জাটকাগুলো বিতরণ করেন।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ওসি কবির হোসেন খান জানায়, গোপন সংবাদে মতলবের ষাটনল থেকে ঢাকাগামী একটি ট্রলারকে ধলেশ্বরী নদীতে ও মুক্তারপুর সেতুর টোলপ্লাজা থেকে একটি পিকাপভ্যানে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়।

(ঢাকাটাইমস/১৬মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :