আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০২১, ২২:৩১

গ্রাম-বাংলার একটি বিনোদনমূলক খেলা ‘ঘোড়া দৌড়’। ঐতিহ্যবাহী এই খেলা এখন হারিয়ে যেতে বসেছে। বিলুপ্তপ্রায় এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে মঙ্গলবার বিকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় এক ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগ এই আয়োজন করে।

এদিকে এই ঘোড়া দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় সাজ সাজ রব ওঠে। দুপুর থেকেই দর্শনাথীরা মাঠে এসে নিজেদের জায়গা দখল করে নেয়। হাজার হাজার লোকের সমাগমকে কেন্দ্র করে বিভিন্ন খাদ্যদ্রব্যসহ ব্যবহার্য জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে বিক্রেতারা। ফলে গ্রামীণ মেলায় রূপ নেয় মাঠটি।

ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের মোট ৩১ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে যশোরের পুরাখালী এলাকার হাজী ওসমান চৌধুরী, দ্বিতীয় স্থান লাভ করে অভয়নগর উপজেলার আকরাম মল্লিক, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন খুলনার আনোয়ার শেখ ও নাছিম শেখ।

প্রতিযোগিতা শেষে ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার তুলে দিতে অনুষ্ঠান হয়। এতে সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সজিব মিয়া। এ সময় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন ৩ নম্বর আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম আহাদুল হাসান।

(ঢাকাটাইমস/১৬মার্চ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :