পদ্মায় আলুবাহী ট্রলারডুবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২১, ১৫:০০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে আলুবাহী একটি ট্রলার ডুবে গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাসাইল এলাকায় নদী রক্ষা বাধের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। তবে এ ট্রলারডুবিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হিমাগারে পাঠানোর জন্য শরীয়তপুরের নওপাড়া ইউনিয়ন থেকে মঙ্গলবার বিকালে ৩৫০ বস্তা (সাড়ে ১৭ হাজার কেজি) বীজ আলু নিয়ে হাসাইল ঘাটে ট্রলার নোঙ্গর করা হয়। বুধবার ভোরে ট্রলারটি অন্যত্র নেওয়ার সময় নদী রক্ষা বাঁধের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যেই ট্রলারটি ডুবে যায়।

এ বিষয় আলুর মালিক ইউসুফ মাদবর জানান, সকালে হিমাগারে আলু পাঠানোর জন্য ঘাটের সিরিয়াল দিতে ট্রলারটি নেওয়ার সময় নদীতে থাকা ব্লকের সঙ্গে ধাক্কা লেগে কিছু বুঝে উঠার আগেই ডুবে যায়। এসময় ট্রলারের চালক সবুর সাতরে তীরে উঠতে পেরেছেন এবং তিনি অক্ষত আছেন।

অন্যদিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, ‘বিষয়টি আমাদেরকে কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে।’ (ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :