কুড়িগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০২১, ১৭:১০

বিষধর সাপের কামড়ে হৃদয় হোসেন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাউয়ারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন উপজলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের জিনাত আলীর ছেলে। সে কাউয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, হৃদয় হোসেন বাড়ির পাশে পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলতে গেলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এদিকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান অভিযোগ করে বলেন, ‘রৌমারী হাসপাতালে বিষধর সাপে কাটা রোগীর অবস্থা পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ভ্যাকসিন না থাকায় প্রতিবছর চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে অনেকে। উপজেলা পর্যায়ে ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/১৭মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :