ছিনতাই মোবাইলের সব বদলে দোকানে, ধরা ১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৭:৩৩ | প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ১৬:৫৪

রাজধানীর বিভিন্ন এলাকায় বাসস্ট্যান্ডে অপেক্ষারত মানুষের কিংবা বাসের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেয়া চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। বাহিনীটি বলছে, ছিনতাইয়ের পর চক্রটি এসব মোবাইলের আই.এম.আই. নাম্বার পরিবর্তন করাত। এরপর সেসব অল্প দামে কিনে নিতেন বিভিন্ন অভিজাত মার্কেটের অসাধু ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন, সোহেল মিয়া, হযরত আলী, সবুজ, জাহাঙ্গীর হোসেন, মফিজুল্লাহ, ইমন মিয়া, আনোয়ার হোসেন, ওয়াসিম হোসেন, রুবেল হোসেন, তোফাজ্জল হোসেন, আমিন, আতিকুল ইসলাম ও তরিকুল ইসলাম বাবু।

গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া বিভিন্ন ব্রান্ডের ১৮৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। এর মধ্যে স্যামসাং, আইফোন, নকিয়া, অপ্পো, হুওয়ায়ে, নকিয়া, মোটরলা ব্রান্ডের একাধিক ফোন রয়েছে।

অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, গোলাপশাহ মাজার ও মুগদা বাস স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার ব্যস্ততম মোড়ে চক্রটি ছো মেরে মোবাইল ছিনতাই করত। ছিনতাইয়ের পর এই চক্রটি তাদের নির্দিষ্ট মোবাইল দোকানে গিয়ে আই.এম.ই.আই নম্বর পরিবর্তন করত। আই.এম.ই.আই নম্বর পরিবর্তনের পর বিভিন্ন অভিজাত মার্কেটের কিছু অসাধু ব্যবসায়ীর কাছে সেসব বিক্রি করে দিত।’

মোবাইল ফোন কেনার সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ ওমর ফারুক বলেন, যে ব্রান্ডের ফোন কিনতে চান সেই ব্রান্ডের অনুমোদিত নির্দিষ্ট ডিলার পয়েন্ট বা সাব-ডিলার পয়েন্ট থেকে কিনতে হবে। এই চক্রটি প্রায় সব ধরনের মোবাইলেই আই.এম.ই.আই নম্বর পরিবর্তন করত। তাই পুরাতন মোবাইল কেনা থেকে বিরত থাকতে হবে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা ও এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।

ঢাকাটাইমস/১৮ মার্চ/এআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :