খানসামায় মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২১, ২০:২৫

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে আবার ভটভটি ও মোটরসাইকেল সংঘর্ষে মিম ইসলাম (৮) নামে মোটরসাইকেল আরোহী দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় নিহত মিমের বাবা মোটরসাইকেল চালক ইসাহাক আলী গোলাপ শাহ (৪৫) ও তার মা জাকিয়া বেগম (৪০) আহত হন।

নিহত মিম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার কাপড় ব্যবসায়ী গোলাপ শাহ-এর বড় ছেলে ও বাংলা বাজার নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাকেরহাট থেকে রাণীরবন্দর সড়কে পান ধোয়ার ঘাটে লাইসেন্সবিহীন একটি ভটভটির সাথে মোটরসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলের সামনে বসা নিহত মিম মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করে ও আহত দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন জানান, পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, অনিবন্ধিত যানবাহন ও অদক্ষ চালকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এটি অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :