ছেলেকে বাঁচাতে গিয়ে ডুবে গেলেন বাবাও

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২১, ১৪:২২
ফাইল ছবি

নরসিংদীর মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে ডুবে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. জাকারিয়া ফরাজী এবং তার সাত বছর বয়সী ছেলে মো. সাজিদ ফরাজী।

শুক্রবার সকাল ১১টার দিকে মনোহরদীর শকুন্দী ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পানিতে ডুবে মৃত বাবা-ছেলের বাড়ি শকুন্দি ইউনিয়নের দীঘাকান্দি গ্রামে।

জানা যায়, জাকারিয়া ফরাজী পেশায় একজন কৃষক। তার কৃষিজমি নদের পাড়েই অবস্থিত। সকালে মাঠে কাজ করতে যাওয়ার সময় সঙ্গে তার ছেলেও যাচ্ছিলেন। মাঠে যাওয়ার জন্য কলাগাছের ভেলা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় সাজিদ পানিতে পড়ে যায়। ছেলেকে বাঁচাতে জাকারিয়া নদীতে ঝাঁপ দেয়। পরে বাবা-ছেলে দুইজনই নদীতে তলিয়ে যান।

আশপাশের লোকজন দুজনকেই উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে কথা বলে মরদেহ দুটি হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন মনোহরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান।

ঢাকাটাইমস/১৯মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :