নিরাপদ সড়কের দাবিতে ‘গোয়ালন্দ রাইডাস’-এর ব্যতিক্রমী আয়োজন

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০২১, ২০:০৩

নিরাপদ সড়কের দাবিতে অনলাইনভিত্তিক সংগঠন “গোয়ালন্দ রাইডার্স” বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করেছে। যাত্রাশুরুতে গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠে শোভাযাত্রাকে শুভেচ্ছা জানান গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মণ্ডল। এ সময় পৌর পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার সকাল ৮টায় গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। গন্তব্য ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্ক। শোভাযাত্রায় ১৩০টি মোটর সাইকেলে ২৬০ জন রাইডার্স অংশগ্রহণ করছেন। ১২০ কিলোমিটার গন্তব্যে আসা-যাওয়া করতে শোভাযাত্রাকে মোট ২৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। যাত্রা পথে বিভিন্ন স্থানে নিরাপদ সড়কের বিষয়ে প্রচারণা চালাবেন তারা।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন- গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম ইত্তেহাদ, এসএসএম কলিন্স পার্থ, আকাশ সাহা, শামীমুল আলম শাওন, শরিফুল ইসলাম, মডারেটর এসএম রাব্বী, আহসান হাবিব প্রমুখ।

গোয়ালন্দ রাইডার্সের এডমিন এসএম কলিন্স পার্থ জানান, তাদের সংগঠনের সকলেই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর সমাজ গঠনে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে তারা ২০১৮ সালে অনলাইনভিত্তিক এ সংগঠনটি গড়ে তোলেন। ১ম বছর মেহেরপুরের মুজিব নগর দিয়ে যাত্রা শুরু করি। এরপর তারা খুলনা, নাটোর ও এ বছর ঝিনাইদহ ট্যুরে যাচ্ছেন। তাদের গত বছরের স্লোগান ছিল “ইভটিজিংকে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি”।

তিনি আরো জানান, শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলে জুতা, গার্ড, হেলমেট পরিহিত রয়েছে। গন্তব্যস্থলে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :