সুনামগঞ্জে ধর্মীয় সভা-সমাবেশ সাময়িকভাবে স্থগিতের আহ্বান

প্রকাশ | ২০ মার্চ ২০২১, ১৮:২৬

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনার তদন্তের স্বার্থে জেলায় সকল ধরনের ধর্মীয় সভা-সমাবেশ সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন  জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।

শনিবার দুপুরে স্থানীয় ধর্মীয় নেতা ও আলেমদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমন ও স্থানীয় কয়েকজন আলেম নেতা। 

আগামী রবিবার জেলার জামলাগঞ্জ উপজেলায় খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে খতমে বুখারি ও ইসলামি মহাসম্মেলনে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক উপস্থিত থাকার কথা রয়েছে। এ মাহফিলের সকল আয়োজন স্থগিতসহ সমাবেশে মাওলানা মামুনুল হককে উপস্থিত না করানোর জন্য ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

(ঢাকাটাইমস/২০মার্চ/পিএল)