বোয়ালমারীতে কৃষক হত্যায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০২১, ২১:১৭

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষক আকমল শেখ (৬০) হত্যার দুই দিন পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে ওই কৃষককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।

শুক্রবার রাতে নিহতের ছেলে ইব্রাহিম শেখ এ মামলা করেন।

আসামিরা হলেন- চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক জামাল মাতুব্বর, সবুজ মাতুব্বর, নুরু মাতুব্বর, সাহিদুল মাতুব্বরসহ ১৭ জন। এ মামলায় অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের কৃষক আকমল শেখ (৬০) বঙ্গবন্ধুর জন্মদিন পালন অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে বাড়ি ফিরে আসেন। বাড়ি থেকে স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে দোকানে বিড়ি কেনার জন্য বের হলে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, নিহতের ছেলের লিখিত অভিযোগেরভিত্তিতে আমরা মামলা নিয়েছি। তদন্ত করে দেখা হবে যাদের নাম দিয়েছে, তারা এ ঘটনার সাথে প্রকৃত জড়িত কিনা। ঘটনার সাথে প্রকৃত জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :