ডিআইজি রুহুল আমিনের ভ্রমণ গদ্য ‘দ্রাবিড়ের আর্য দর্শন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২১, ২০:৩৭ | প্রকাশিত : ২০ মার্চ ২০২১, ২১:৫২

প্রায় দেড় মাস দেরিতে শুরু হওয়া এবারের একুশে বইমেলায় বাংলাদেশ পুলিশের ডিআইজি রুহুল আমিন শিপারের লেখা ‘দ্রাবিড়ের আর্য দর্শন’ বইটি প্রকাশিত হচ্ছে। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ভ্রমণ গদ্যের বইটি কয়েক দিনের মধ্যেই মেলায় পাওয়া যাবে।

পেশাগত কারণে লেখক নানা দেশ ঘুরে বেড়িয়েছেন। আফ্রিকা, উত্তর আমেরিকা ও ইউরোপের নানাদেশের পথে প্রান্তরে ঘুরে ঘুরে তিনি সেসব দেশের জীবন ও প্রকৃতির স্বরূপ সন্ধান করেছেন এই বইয়ে।

জাতিসংঘের শান্তিরক্ষা নিয়োজিত ছিলেন সুদান ও লাইবেরিয়ায়। তাই আফ্রিকা নিয়ে লিখেছেন ‘অসময়ে যাত্রা ভঙ্গ’, ‘গ্রীষ্মকালে শীত’ ও ‘ধুমপান বিষপান নয়’। একইভাবে যুক্তরাষ্ট্রের স্মৃতিচারণ করে তিনি লিখেছেন ‘দূর পরবাস।

১২ পর্বের ‘দ্রাবিড়ের আর্য দর্শনে' ইউরোপের গল্প শুনিয়েছেন লেখক। দ্রাবিড় বলতে লেখক এখানে নিজেকেই বুঝিয়েছেন। ইউরোপের পথে প্রান্তরে ঘুরে ঘুরে সেখানকার জীবন ও প্রকৃতির স্বরূপ সন্ধানকালে লেখক পরিব্রাজক মন আর ভ্রমণের নির্যাস মিলিয়ে কলমবন্দি হয়েছে এক অসাধারণ উপাখ্যান।

(ঢাকাটাইমস/২০মার্চ/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :