ক‌রোনা প্রতি‌রোধে বগুড়া জেলা পু‌লি‌শের স‌চেতনতামূলক র‌্যালি

বগুড়া প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০২১, ১৪:০৯ | প্রকাশিত : ২১ মার্চ ২০২১, ১৩:০৯

‘মাস্ক পরার অ‌ভ্যাস, কো‌ভিড মুক্ত বাংলা‌দেশ’ স্লোগান‌কে সাম‌নে রে‌খে ক‌রোনাভাইরাস প্রতি‌রো‌ধে স‌চেতনতামূলক র‌্যালি বের ক‌রে‌ছে বগুড়া জেলা পু‌লিশ। রবিবার বেলা ১১টায় পু‌লিশ সুপা‌রের কার্যালয় থে‌কে র‌্যালি‌টি বের হ‌য়।

শহ‌রের প্রাণ‌কেন্দ্র সাতমাথায় গিয়ে র‌্যালিটি শেষ হয়। এরপর সাতমাথার পথচারী‌দের মা‌ঝে মাস্ক ও স‌চেতনতামূলক হ‌্যান্ড‌বিল বিতরণ ক‌রেন পু‌লিশ সুপার আলী আশরাফ ভূঞা।

তিনি ব‌লেন, ‘সাম্প্রতিক সম‌য়ে ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ ক্রমান্ব‌য়ে বাড়‌ছে। মাননীয় আই‌জি‌পি ম‌হোদ‌য়ের সিদ্ধান্ত ম‌তে পু‌রো দে‌শের ন‌্যায় আমরা বগুড়া‌তে স‌চেতনতামূলক এই র‌্যালি ক‌রে‌ছি। সবাই যেন স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে চ‌লে, মাস্ক ও হ‌্যান্ড স‌্যা‌নিটাইজার ব‌্যবহার ক‌রে সে জন‌্য আমরা উৎসা‌হিত কর‌ছি। ক‌রোনাভাইরাস থে‌কে মুক্ত থাকার জন‌্য সরকা‌রিভা‌বে যে নি‌র্দেশনা এগু‌লো যেন সবাই মে‌নে চ‌লে এজন‌্য আমা‌দের আজ‌কের এই প্রচারণা।’

এসময় বগুড়া সদর সা‌র্কেলের অতি‌রিক্ত পু‌লিশ সুপার ফয়সাল মাহমুদসহ আরও অনে‌কে উপ‌স্থিত ছি‌লেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :