মানিকগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০২১, ১৫:১৮

জমি নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জামসা গ্রামে লালচান নামে একজনকে হত্যার দায়ে করা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বেকসুর খালাস পেয়েছেন আটজন। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ এসেছে রায়ে।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. জমির হোসেন, মো. জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান।

আদালত সূত্রে জানা গেছে, জামসা গ্রামে ৪০ শতাংশ জমি নিয়ে লালচান ও আসামিদের মধ্য বিরোধ চলছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা লালচানকে তার জমিতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে ঢাকায় স্থানান্তরের চেষ্টাকালে পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০১৫ সালের ৩ এপ্রিল লালচানের বাবা জামাল কাজী বাদী হয়ে শিবালয় থানায় একটি মামলা করেন। মামলায় ১২ জনকে আসামি করা হয়।

পুলিশ ওই বছর ৫ ও ৭ এপ্রিল মানিকগঞ্জের বিভিন্ন স্থান থেকে প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেন। বাকিরা আদালতে আত্মসমর্পণ করেন।

২০১৫ সালের ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আদালত চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকিদের খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২১মার্চ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :