ইসলামিক ফাউন্ডেশনের সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

প্রকাশ | ২১ মার্চ ২০২১, ১৭:১৮ | আপডেট: ২১ মার্চ ২০২১, ১৭:১৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মানের সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। এটি ঢাকা জেলার জন্য প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিস থেকে প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা সময়সূচি প্রকাশ করা হবে।

রবিবার প্রকাশিত ওই সময়সূচি অনুযায়ী চাঁদ দেখাসাপেক্ষে আগামী ১৪ এপ্রিল বুধবার থেকে রমজান শুরু হওয়ার কথা বলা হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৪ এপ্রিল সেহেরির শেষ সময় ভোররাত ৪টা ১৫ মিনিট। আর ইফতার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট। সে হিসেবে এবার রোজা পালন করতে হবে ১৪ ঘণ্টার কিছু বেশি সময়।

প্রকাশিত সময়সূচিতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুহাদ্দিস ওয়ালিউর রহমান খান আজহারি, মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটওয়ারী এবং ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মো. আনিছুর রহমান সরকারের স্বাক্ষর রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের ক্যালেন্ডারে সেহেরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের তিন মিনিট পূর্বে ধরা হয়েছে। ফজরের ওয়াক্তের শুরু সুবহে সাদিকের তিন মিনিট পর রাখা হয়েছে। অতএব সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ছয় মিনিট পর ফজরের আজান দিতে হবে। আর সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে তিন মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)